ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ২৫

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
মৌলভীবাজারে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ২৫ মৌলভীবাজারে বিএনপি-আ.লীগের মধ্যকার সংঘর্ষ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমানসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দুপুর বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, হামলার পর উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ছাত্রলীগের পাঁচ জনসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে দুইটি গাড়ি ভাংচুর করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

বিএনপির অভিযোগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র-ইটপাটকেল নিক্ষেপ করে তাদের ওপর হামলা চালায়।

ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জানান, তাদের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে ইট-পাটকেল নিক্ষেপ করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছেন। জেলা ছাত্রলীগ সভাপতিসহ ১০-১৫ জন আহত হয়েছেন।

বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়ানো ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি।

মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
বিবিবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।