ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখে: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখে: ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে কোনো কিছু ঘটলেই বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখে। কিন্তু তাদের এ দিবাস্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে।

কারণ সরকার সব ঘটনা আমলে নিয়ে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল-চিথলিয়া সড়ক উন্নয়ন কাজ উদ্বোধনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইনু বলেন, বিএনপির সরকার উৎখাতের ফাঁকা আওয়াজ কাটা রেকর্ডের মতো বাজছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নিত না। বরং অপরাধীদের রক্ষার ব্যবস্থা করত, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতো, অপরাধীরের রক্ষার চেষ্টা করা হতো। কিন্তু বর্তমান সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি ধুবইল-চিথলিয়া সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন। এ কাজে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৮৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।