ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-সমমনাদের প্রতিবাদ: কাল কোন নেতা কোথায় থাকবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বিএনপি-সমমনাদের প্রতিবাদ: কাল কোন নেতা কোথায় থাকবেন

ঢাকা: সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ঘোষিত ১০ দফা দাবির সমর্থনে বিএনপির ডাকা সারা দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ হবে আগামীকাল শনিবার (১৮ মার্চ)।   এ কর্মসূচির জন্য দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এছাড়া যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটের শরিক দলগুলো কখন কোথায় সমাবেশ করবে তাও জানিয়েছেন নেতারা।

জানা গেছে, ঢাকার দুই মহানগরের যৌথ প্রতিবাদ সমাবেশ দুপুর ২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে। ‘১২ দলীয় জোট’ বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে। জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি বেলা ১১টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে। উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এলডিপি বেলা ৩ টায় এফডিসি মোড় সংলগ্ন এলডিপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। এদিকে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।

এছাড়া সারা দেশে মহানগরগুলায় এক যোগে সমাবেশ করবে স্থানীয় বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন। কেন্দ্র থেকে নেতাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নারায়ণগঞ্জের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

খুলনায় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, কুমিল্লায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রংপুরে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিলেটে ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বরিশালে ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। গাজীপুরে ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ফরিদপুরে বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। রাজশাহীতে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ময়মনসিংহে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গত ২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ও জোট সরকারের পদত্যাগের দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করেছে। এই প্রতিবাদ সমাবেশ তাদের দশম কর্মসূচি।

এর আগে গত তিন মাসে দলগুলো সারা দেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন কর্মসূচি করেছে যুগপৎভাবে। এরপর গত ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায় থেকে মহানগর পর্যন্ত কয়েক দফায় পদযাত্রার কর্মসূচিও শুরু করে। সর্বশেষ গত ১১ মার্চ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো সারাদেশে একঘণ্টা মানববন্ধন কর্মসূচি করেছিল। সেই কর্মসূচি থেকে ১৮ মার্চের প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এমএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।