ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আ. লীগ: হাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আ. লীগ: হাফিজ

সিলেট: আওয়ামী লীগ ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।   

শনিবার (১৮ মার্চ) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরের রেজিস্ট্রার মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জাতীয় নির্বাচনে বিএনপি যাবেনা। দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের পাতানো নির্বাচন রুখে দেওয়া হবে। ক্ষমতাসীন বাকশালী সরকারের সীমাহিন দুর্নীতির কারণে দেশ আজ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনদুর্ভোগ নিয়ে ফ্যাসিস্ট সরকারের কোনো মাথাব্যাথা নেই।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, তারা জানে জনগণের ভোটে কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। যে কারণে জনগণের উপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুতের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে সরকার। তারা দেশ পরিচালনায় সীমাহিন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের লুটপাট, দুর্নীতির কারণে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে চরম বিপর্যয় নেমে আসছে। ফলে আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়না। কারণ তারা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলী দিচ্ছে।

তিনি বলেন, দিন দিন দেশের রিজার্ভ কমছে। সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে টাকার পাহাড় গড়ছে। ফলে দেশের অর্থনীতি দিন দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে। এই দেশ আওয়ামী লীগের একার নয়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আ.লীগ সেই গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে।

মেজর (অব.) হাফিজ আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলছে। ফলে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের ইশতেহার।

১০ দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। দাবি মেনে নেওয়া ছাড়া সরকারের আর বিকল্প কোনো পথ নেই।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন।  

জেলার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল, কেন্দ্রীয় সহ-সভাপতি দীপু সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, মহানগর মহিলা দলের সভাতি অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দিনার আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যৌতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম প্রমুখ।

সভায় সিলেট নগর বিএনপি ও দলের সবকটি ওয়ার্ডে অঙ্গ-সহযোগি সংগঠনের নেতারা অংশ নেন।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এনইউ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।