ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির নির্বাচনে আসা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
বিএনপির নির্বাচনে আসা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা অতীতে দেখেছি, ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, আমাদের আদালত তাদের অনির্বাচিত ঘোষণা করেছেন। নির্বাচনে বিএনপি আসবে কিনা, সেটা তাদের বিষয়।

তবে রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে নব-নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায়। নৌ পরিবহন মন্ত্রণালয় যেদিনই চাইবে, আমরা সেদিনই ইমিগ্রেশন চালু করে দেব।

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, রংপুর মেট্রো পলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসআই
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।