ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চালু এবি পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চালু এবি পার্টির

ঢাকা: আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগী রোজাদারদের সম্মানে মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চালু করেছে এবি পার্টি।

শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিকেল সাড়ে ৫টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. আরিফ বিল্লাহ বলেন, অত্যন্ত বরকত ও ফজিলতের মাস পবিত্র রমজানের প্রথম দিনে ইফতার বিতরণ উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। মহিমান্বিত এ মাসে এবি পার্টির উদ্যোগে প্রতিদিন দরিদ্র-অসহায় ছিন্নমূল মানুষকে ইফতার বিতরণ কর্মসূচি অবশ্যই প্রসংশনীয়। দেশের সামগ্রিক পরিস্থিতি যখন বিপর্যস্ত, লাগামহীন দ্রব্যমূল্যে যখন জনগণের নাভিশ্বাস উঠছে, ক্ষুধার জ্বালায় যখন বাবা-মা ছেলে সন্তানসহ সপরিবারে আত্মহত্যা করছে বলে পত্রিকায় খবর বের হচ্ছে, সেই কাল সন্ধিক্ষণে এবি পার্টির এ ইফতার বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।

সভাপতির বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণ-ইফতার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এবি পার্টির সহকারী সদস্য সচিব মাওলানা আনোয়ার ফারুক।

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।