ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

টাঙ্গাইল: টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করেছে ভূঞাপুর উপজেলা সচেতন নারী সমাজ।  

এরআগে গত ৫ এপ্রিল (বুধবার) টাঙ্গাইল সদর থানায় ওই আওয়ামী লীগ নেতা বড় মনিরের বিরুদ্ধে বাবা-মা হারানো এক অন্তঃসত্ত্বা কিশোরী ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে ঝাড়ু মিছিলটি ভূঞাপুর পৌরসভা কার্যালয়ের সামনে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন নারী নেত্রী রেখা ও সূচি বেগম।

নারী বক্তারা বলেন, গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা এক কিশোরী মামলা করেছে। কিন্তু এখানো তাকে আইনের আওতায় আনা হয়নি। তাকে দ্রুত গ্রেফতার ও তদন্ত করে তার ফাঁসি দাবি করছি। উপযুক্ত শাস্তিসহ তাকে ফাঁসি না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।