ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে অবস্থান কর্মসূচি পালন করল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
বরিশালে অবস্থান কর্মসূচি পালন করল বিএনপি

বরিশাল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও  দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল নগরের তিনটি থানায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি শুরু হয়।

তবে দুপুর ১২টা থেকে নগরের সদররোডের দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল সদর উপজেলা বিএনপি।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক মন্টু খান, মো. আব্দুর রজব্বার সিকদার, মো. মাহাবুবুর আলম বাবুল প্রমুখ।

এছাড়া দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে বরিশাল কোতোয়ালি বিএনপি অবস্থান কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

কাউনিয়া থানা বিএনপির উদ্যোগে নগরের আমানতগঞ্জ সোনালী আইসক্রিম মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন, কোন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ।

এদিকে এয়ারপোর্ট থানা বিএনপি নগরের কাশিপুর বাজারের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।

এছাড়া বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সকাল থেকেই নগরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে, সে সঙ্গে কর্মসূচিস্থল জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।