ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কূটনৈতিকদের কাছে ধরণা দিয়ে বিএনপি ব্যর্থ: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
কূটনৈতিকদের কাছে ধরণা দিয়ে বিএনপি ব্যর্থ: কাদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: জি এম মুজিবুর 

ঢাকা: কূটনৈতিকদের কাছে ধরণা দিয়ে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতিসংঘের কাছে যত অবদার, নালিশ করেন, যে ব্যাপারে নালিশ করছেন, সেই ব্যাপারে সালিশ করার এখতিয়ার জাতিসংঘের নেই।

তাদের নিয়মে নেই। এটাই সত্য ও বাস্তব। এখন বিএনপি যাবে কোথায়?

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর দারুস সালামের সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের কাছে নালিশ দেবে। জাতিসংঘের এটা কাজ নয়। কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করে না। ফখরুল ইসলাম আগেও একবার জাতিসংঘের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন। মহাসচিবকে পাননি, নিচের দিকের দুই-একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে শূন্য হাতে বাংলাদেশে ফিরে এসেছিল। ’

তিনি বলেন, বিএনপির রাজনীতি গণমানুষের রাজনীতি নয়, বিএনপি মিথ্যাচার করে। এটাই তাদের রাজনীতি।

সাম্প্রতিক রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত বলে সন্দেহ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে তারা নাশকতা করেছে। কারণ তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, সংসদ সদস্য (এমপি) আগা খান মিন্টু।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩   
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।