ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা: সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ দিনটি উপলক্ষে ব্ঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, আলোাচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।


 
দিনটির শুরুতে ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।  

মুজিব নগরে ভোর ৬টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১১টায় শেখ হাসিনা মঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ এবং বিশেষ অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে মুজিবনগর দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সব স্তরের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।