ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবলীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
ফেনীতে যুবলীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

ফেনী: ফেনীতে যুব মহিলা লীগের নেত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন -ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মো. নুরুল্লাহ'র স্ত্রী ও ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজু (৩৫) এবং সোনাগাজী উপজেলা চরগণেশ গ্রামের শেখ জাফর উল্যাহর ছেলে শেখ মোহাম্মদ ইব্রাহীম (৩২)।  

পুলিশ জানায়, সাজু ও ইব্রাহীম হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি। তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।