ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

এনসিপির পলিসি-রিসার্চ উইংয়ের দায়িত্বে যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩২, অক্টোবর ১২, ২০২৫
এনসিপির পলিসি-রিসার্চ উইংয়ের দায়িত্বে যারা

পলিসি ও রিসার্চ উইং গঠিত করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ অক্টোবর) দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে এ উইং গঠন করা হয়।

এনসিপির পলিসি ও রিসার্চ উইংয়ের নেতৃত্বে রয়েছেন, লিড খালেদ সাইফুল্লাহ, কো-লিড মুশফিক উস সালেহীন।  

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম, তারিক আদনান মুন।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।