ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অন্যদিকে দৃষ্টি নিতে আগুন লাগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
অন্যদিকে দৃষ্টি নিতে আগুন লাগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ: ফখরুল

ঢাকা: মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে নেওয়ার জন্য আওয়ামী লীগই আগুন লাগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি বলেন, দাবি উঠেছে সারের দাম, তেলের দাম কমাতে।

আমাদেরকে বাঁচতে দিতে হবে। সামনে আমাদের ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটার জন্য আর মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে নিতে আওয়ামী লীগই আগুন লাগিয়ে যাচ্ছে।

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, দায়িত্বে আছেন আপনারা আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আগুন লাগার পেছনে আওয়ামী লীগ আছে। আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপিকে? কিছু হলেই বিএনপি। সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়! 

ফখরুল বলেন, এত আগুন লাগছে কেন? কারণ এই ঘটনাগুলো ঘটছে পরিবেশ বিপর্যয়ের কারণে। পরিবেশের বিপর্যয়কে করেছে? এই সরকার আজকে যেখানে জায়গা পায় সেখানে বিল্ডিং তৈরি করে দেয়। মার্কেট বানিয়ে দেয়। যাতে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদা তুলতে পারে।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপিকে, কিছু হলেই বিএনপি। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়! ওখানে তো ব্যবসায়ীরা বলেছেন, ভোর সাড়ে পাঁচটার দিকে সিটি করপোরেশনের পোশাক পরিহিত লোক এসেছিলেন। তারা সামনের ওভারব্রিজ গ্রিল মেশিন দিয়ে ভেঙে দিচ্ছিলেন। ওই কর্মীরা যখন গ্রিল মেশিনের তার লাগাতে গিয়েছিলেন। তখন শর্টসার্কিট হয়েছিল। এটা ব্যবসায়ীরা নিজেরা দেখেছেন, তারা বলেছেন। তারপরে সেখানে আগুন লেগেছে। সিটি করপোরেশন লোকেরা আগুন নেভানোর চেষ্টাও করেছেন। যখন আগুন নেভাতে পারেনি তখন তারা পালিয়ে যায়। এটা আমার কথা না। এটা সেখানকার ব্যবসায়ীদের কথা।

বাংলাদেশ  সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।