ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের স্বার্থে নগরবাসীর সহযোগিতা চান আনোয়ারুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
উন্নয়নের স্বার্থে নগরবাসীর সহযোগিতা চান আনোয়ারুজ্জামান

সিলেট: যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীতে উচ্ছ্বসিত সিলেটের নেতাকর্মীরা। এতদিন সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠ কাপিয়েছেন তিনি।

দলীয় প্রধানের গ্রিন সিগন্যাল পেয়ে মাঠে নেমেছেন বললেও গাত্রদাহ হয় নৌকাপ্রত্যাশী অন্য নেতাদের। অবশেষে সেই আনোয়ারুজ্জামানেই ভরসা রেখেছে আওয়ামী লীগ।  

শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড কর্তৃক দলীয় সিসিকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামানের নাম ঘোষণা করা হয়। আর মনোনয়ন পাওয়ার পর সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বিমানযোগে সিলেটে পৌঁছান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিমানবন্দরে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরণ করে নেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

এছাড়া সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।   

পরে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শুভাযাত্রায় নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালা (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় প্রতিক্রিয়ায় আনোয়ারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সিলেটের অলিতে-গলিতে ঘুরে বেড়াচ্ছি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। এজন্য প্রথমে নেত্রী ও প্রিয় নগরবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ।

তিনি বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা আগে তাকে সিগন্যাল দিয়ে রেখেছিলেন এবং কাজ করতে বলেছিলেন। আমি সেই লক্ষ্যেই মাঠে ছিলাম। নেত্রীর নির্দেশে ভবিষ্যতে সুখে-দুঃখে নগরবাসীর পাশে থাকব। আশা করি এবার নৌকার বিজয় নিশ্চিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে বিজয় উপহার দেওয়ার লক্ষ্যে নেতাকর্মীসহ সবাই নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।  

আনোয়ারুজ্জামান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সিলেট মহানগরের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী সিলেটকে ঘোষণা করতে চাই’ এজন্য তিনি দলমত নির্বিশেষে সিলেটের উন্নয়নের স্বার্থে সিলেট নগরবাসীর সহযোগিতা চান।  

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, জগদীশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাইদ আলী, নাজনিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, ডা. আরমান আহমদ শিপলু, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোস্তাক আহমদ।  

জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তপন মিত্র, মোবাশ্বীর আলী, অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, জগলু চৌধুরী, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, শামসুননাহার মিনু, বুরহান উদ্দিন, ডা. শাকির আহমদ শাহিন, মতিউর রহমান মতি।

জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রওশন জেবিন রুবা, আতিকুর রহমান সুহেদ, তাহমিন আহমদ, শাহজান আহমদ।

আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর মহিলা লীগের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান।  

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগরের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসানাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদসহ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৫ এপ্রিল গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম প্রকাশ করা হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর আনোয়ারুজ্জামান চৌধুরী ১৬ এপ্রিল সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে দেখা করে দোয়া নেন। ওইদিন তিনি জাতির পিতার সমাধিস্থল টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।