ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ২ নাতনি ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ২ নাতনি ঢাকায় ফাইল ফটো

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান দুই মেয়েকে নিয়ে ঢাকায় এসেছেন।

বিএনপি ও খালেদা জিয়ার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেলেও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার দু’নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বিমানবন্দর থেকে সরাসরি তার গুলশান এলাকার বাসভবনে প্রবেশ করেন। দু’মেয়ের সঙ্গে তাদের মা শর্মিলা রহমান সিঁথিও আছেন।

তারা সবাই খালেদা জিয়ার সঙ্গে ঈদ করবেন। এছাড়া শর্মিলা রহমানের মাও ঢাকায় থাকেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। দু’মেয়ে নিয়ে তার বাসায় যাবেন সিথী।

রমজানের প্রথম দিকে শর্মিলা রহমান একা ঢাকায় এসে আবার লন্ডনে ফিরে যান।

এক এগারো সরকারের সময় স্বামী কোকোর সঙ্গে মালয়েশিয়ায় যান শর্মিলা। ২০১৫ সালে কোকোর মৃত্যুর পর দু’মেয়েকে নিয়ে লন্ডনে যান। বড় ভাই তারেক রহমানের তত্ত্বাবধানে সেখানেই অবস্থান করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।