ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে জামায়াতের আমির গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সিরাজগঞ্জে জামায়াতের আমির গ্রেপ্তার সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম: ফাইল ফটো

সিরাজগঞ্জ: নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।

বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের রহমতগঞ্জ সমাজ কল্যাণ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহীনূর আলম ওই এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ জেলা শাখার আমিরের পাশাপাশি কেন্দ্রীয় সূরা সদস্যের দায়িত্ব পালন করছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নাশকাতর অভিযোগে জামায়াত নেতা শাহীনুর আলমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।