ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিসিক নির্বাচন: আরিফকে আনোয়ারুজ্জামানের চ্যালেঞ্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
সিসিক নির্বাচন: আরিফকে আনোয়ারুজ্জামানের চ্যালেঞ্জ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তফসিল ঘোষণার আগ থেকে ভোটের মাঠে সরব রয়েছেন তিনি।

সমর্থন আদায়ে যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দলীয় নেতাকর্মীদের সঙ্গেও সমানতালে বৈঠক করে যাচ্ছেন।  
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সিলেট মহানগর আওয়ামী লীগের সঙ্গে জরুরি সভায় মিলিত হন।  

এ সময় বক্তব্যে সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।  

তিনি বলেন, আরিফুল হক নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে অনেকে আমাকে ভয় দেখান। বলেন যে, আরিফুল হক চৌধুরী নির্বাচন করলে, আমার জেতা কঠিন হবে। নির্বাচনতো একটি চ্যালেঞ্জিং বিষয়। জনগণ সিদ্ধান্ত নেবে কে জিতবে, কে হারবে।

তবে আরিফুল হক নির্বাচনে আসাটা ইতিবাচক মনে করেন তিনি। কেননা বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে মস্তিস্ক বিকৃত হয়েছিল। আরিফুল হক চৌধুরী নির্বাচন করলে তাকে স্বাগতম জানাবো। একটি সুষ্ঠু নির্বাচন হলে এবং আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আরিফুল হক চৌধুরী আমার সঙ্গে জিততে পারবেন না বলেন আনোয়ারুজ্জামান।  

আনোয়ারুজ্জামান বলেন, নেত্রী আমাকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেছেন। আমি জানি, আমার জন্য এটি কঠিন চ্যালেঞ্জ। কিন্তু যদি আমরা (আওয়ামী লীগ) ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আরিফুল হক জিততে পারবেন না।

তিনি বলেন, এবার সিলেটবাসী মেয়র পদে পরিবর্তন চান। আরিফুল হক নির্বাচনে এলেও জনগণ নৌকার জয় নিশ্চিত করবেন। কারণ বিএনপির আরিফ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন। তাই এবার জনগণ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী নৌকার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।

সিলেটের সর্বস্তরের আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের প্রার্থী হিসেবে আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন, মনে করেন তিনি। এজন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ারুজ্জামান বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করলে শুধু সিলেট নয়, দেশের যেকোনো নির্বাচনেই বিশাল ব্যবধানে জয়লাভ করবে বলেই বিশ্বাস।  

তিনি সিলেট সিটি করপোরেশনে নির্বাচনে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং জনগনের পাশে গিয়ে বঙ্গবন্ধু ও প্রধানন্ত্রীর নৌকার জন্য ভোট চাওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার চলছে। সেই জোয়ারে সিলেট সিটি করপোরেশনও থাকার কথা। সেজন্য সরকার গত ১০ বছরে প্রচুর বরাদ্দ দিয়েছে। কিন্তু উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি এখানে। বরং বর্তমান মেয়রের নেতৃত্বে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। দিনে দিনে জনদুর্ভোগ কেবল বেড়েই চলেছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের প্রতিটি সদস্যকে একেকজন নৌকার মাঝি হিসেবে মাঠে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, সিলেট মহানগরীর জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, শহররক্ষা বাঁধ নির্মাণ, রাস্তাঘাট সম্প্রসারণসহ পরিকল্পিত নগরায়নের স্বার্থে এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে হলে নগরভবনে আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। আর তা করতে হলে সবাইকে প্রতিটি পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে গিয়ে ভোট চাইতে হবে।

সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।