ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিস্টদের বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: ববি হাজ্জাজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
ফ্যাসিস্টদের বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: ববি হাজ্জাজ

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ফ্যাসিস্টদের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আজ যারা নির্বাচন করবে, তারা কেউ আওয়ামী দোসর না।

কেননা তারা ভুক্তভোগী। নির্বাচন যারা করবে তারা এই বিচার চাইবে না বা করবে না- এটা অমূলক চিন্তা।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ‘রোড টু ডেমোক্রেসি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর আগারগাঁওস্থ ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) মিলনায়তনে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘দেশ ফাউন্ডেশন’।

ববি হাজ্জাজ বলেন,  গণতন্ত্রে ৪টি ধাপই নির্বাচন বনাম সংস্কার। নির্বাচন ব্যতীত গণতন্ত্রের যাত্রা সুফল বয়ে আনবে না। সংস্কারের সঙ্গে তিনটি বড় ডিমান্ড আছে। এক নির্বাচনের আগে আওয়ামী লীগের তিনটি বড় ক্রিমিনালিটি ২০০৯, ২০১৩,২০২৪ এই গণহত্যাকারীদের বিচার আওতায় আনতে হবে। দ্বিতীয়ত এত বছর মাঠ পর্যায়ে সব অন্যায়ের বিচার করতে হবে এবং তৃতীয়ত যারা অর্থ পাচার করেছেন আওয়ামী দোসরদের এবং আওয়ামী পরিবারের সবার বিচার করতে হবে।  

তিনি বলেন, পার্লামেন্ট থেকে এবং পার্লামেন্টের বাইরে থেকে নির্বাচিত দল কে প্রশ্ন করা এবং তাদের অ্যাকশনের জন্য রেসপন্সিবল করাই বিরোধী দলের কাজ হবে। রোড টু ডেমোক্রেসি একটিই মাত্র রাস্তা, এবং এই রাস্তার শেষে গন্তব্য শুধুই নির্বাচন।

তরুণ এই রাজনীতিবিদ বলেন, ফ্যাসিস্ট একদিনে হয় নাই। ফ্যাসিস্ট ২০০৮-এ হয় নাই ২০১৪-তে হয়েছে। কারণ ২০১৪-তে নির্বাচন হয় নাই।  

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সকল মন্ত্রাণালয় চালাতে পারছে না; কারণ তাদের সেই স্কিল সেট নাই।  

ববি হাজ্জাজ বলেন, আমলাতন্ত্রের গঠন তন্ত্র ১৫০ বছর পুরোনো। অ্যাডমিনিস্ট্রেশন এ আগামী নির্বাচিত সরকার যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রুলস এবং গঠনতন্ত্র পরিবর্তন করে সৎসাহস দেখায় তবেই এটি সম্ভব।

দেবজিত সাহার সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, আহসান উদ্দিন খান শিপন, ডা. জিয়াউল ইসলাম মুন্না, আতাউর রহমান কাবুল, মো. তৈয়বুর রহমান, শান কবির, তাওসিফ আকিব খান প্রমুখ।  

আরও পড়ুন>>

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
জিসিজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।