ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলন চুক্তি দেশবাসীর সামনে প্রকাশের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলন চুক্তি দেশবাসীর সামনে প্রকাশের দাবি

ঢাকা: সাগরের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তিসমূহ দেশবাসীর সামনে প্রকাশের দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (২৮ এপ্রিল) বাম গণতান্ত্রিক জোটের নেতাদের যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

যৌথ বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক।  

বিবৃতিতে নেতারা বলেন, মার্কিন কোম্পানি এক্সন মবিলকে গভীর সমুদ্রের ১৫টি ব্লক অনুসন্ধানের দায়িত্ব দেওয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে।

বিবৃতিতে নেতারা সমুদ্র সীমা নির্ধারণের দীর্ঘ ১০ বছর অতিবাহিত হওয়ার পরও সাগরের গ্যাস-তেল অনুসন্ধান শুরু করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা বলে উল্লেখ করেন। তারা বলেন, আমাদের পাশের দেশ মিয়ানমার ও ভারত সমুদ্র সীমানার অদূরে গ্যাস উত্তোলন করলেও আমরা কেন পারিনি তার কোনো জবাবদিহিতা সরকারের নাই।

নেতারা আরও বলেন, দেশের সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদের মালিক দেশের জনগণ। ফলে তেল-গ্যাস-খনিজ সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় জাতীয় স্বার্থ বিরোধী কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না।

বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তিসমূহ দেশবাসীর সামনে প্রকাশ করারও দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।