ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সফলতা না আসা পর্যন্ত আন্দোলন চলবে: আমীর খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
সফলতা না আসা পর্যন্ত আন্দোলন চলবে: আমীর খসরু

ঢাকা: সফলতা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৯ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি লিয়াঁজো কমিটি, গণফোরাম ও পিপলস পার্টির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমীর খসরু বলেন, আন্দোলনের সফলতার জন্য দেশ-বিদেশের সব মানুষ তাকিয়ে আছে। সে আন্দোলনকে সফল করতে সামনের দিনে কি কি কর্মসূচি দেওয়া প্রয়োজন, সে বিষয়ে আলোচনা করেছি। আমাদের বিজয় না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জনগণের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনকে কিভাবে সফলতার দিকে নিয়ে যাওয়া যায়, কি কি অবলম্বন করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। অবৈধ ও জবর দখলকারী সরকারের পদত্যাগের দাবি দেশ-বিদেশে সবার কাছে গৃহীত হয়েছে। সরকারের পদত্যাগের পরে একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আমরা সবাই একমত হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান ও লিয়াঁজো কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

অন্যদিকে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু, সিনিয়র নির্বাহী সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, জগলুল হায়দার আফ্রিক এবং পিপলস পার্টি চেয়ারম্যান মো. বাবুল চাখারী, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো, মহাসচিব মো. আব্দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।