ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই: চুন্নু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ৪, ২০২৩
সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই: চুন্নু

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সরকারের সঙ্গে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে, সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে বিভাগীয় কমিটির প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

এসময় জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সরকারের সঙ্গে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে, সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে তিনশো আসনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।  

তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ জামানত হারিয়েছে।

সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি যেন সম্মানজনক অবস্থানে যেতে পারে, সেইজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জাতীয় পার্টি গণমানুষের ভালোবাসায় এখনো রাজনীতির মাঠে টিকে আছে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, তিনশো আসনেই আমাদের প্রার্থীরা মাঠে আছেন। তারা নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন।  

তিনি বলেন, অবশ্যই জাতীয় পার্টি আগামী নির্বাচনে গণমানুষের ভালাবাসায় প্রত্যাশিত ফলাফল অর্জন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মো. আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতনা এমপি, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, মো. জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মো. আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল।  

আসন্ন ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনে এমএম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি করপোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল।

এর আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

আসন্ন ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনে এমএম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি করপোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
এসএমএকে/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।