ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ৪, ২০২৩
বিএনপি নেতার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম (২৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার নকিপুর বাজার সংলগ্ন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জহুরুল উপজেলার নকিপুর গ্রামের দিলু ইসলামের ছেলে। তিনি ব্যবসা করতেন।  

নিহতের পরিবার জানায়, দুপুরে প্রতিবেশী আব্দুল ওয়াহেদের বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করছিলেন জহুরুল। এসময় ছাদের পাশ দিয়ে টানা বিদ্যুতের মেইন লাইনের তারে তার হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে স্থানীয়রা দ্রুত জহুরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জহুরুলের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ৪, ২০২৩
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।