ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা শত্রুদের প্রতিবারই পরাস্ত করেছেন: ড. সেলিম মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ৬, ২০২৩
শেখ হাসিনা শত্রুদের প্রতিবারই পরাস্ত করেছেন: ড. সেলিম মাহমুদ

ঢাকা: বাংলাদেশ বিরোধী একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী গত কয়েক বছর দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।  

তিনি বলেছেন, শত্রুদের প্রতিটি ষড়যন্ত্র শেখ হাসিনা নস্যাৎ করে দিয়েছেন।

প্রতিবারই এই শত্রুরা শেখ হাসিনার কাছে পরাস্ত হচ্ছে। ২০০৮ এর ডিসেম্বরে নির্বাচনে নিরঙ্কুশভাবে জয় লাভের পর থেকে জাতির পিতার কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র করে আসছে এই গোষ্ঠী। শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের নিরঙ্কুশ ভালোবাসা ও অকুন্ঠ সমর্থন এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে বিদেশি শক্তির উপর নির্ভর করে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। তারা এখন বিপর্যস্ত, ক্লান্ত ও হতাশাগ্রস্ত।  

চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বারোয়ারা উচ্চ বিদ্যালয়ে ‘দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার অবদান’ শীর্ষক আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এসব কথা বলেন।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে আবার প্রমাণিত হয়েছে যে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গুরুত্ব আকাশচুম্বী। ‌‌‌‌‌ জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতার মাধ্যমে বাংলাদেশকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি বিশ্ব ব্যাংককে জয় করেছেন। সেখানে গিয়ে তিনি বাংলাদেশকে মর্যাদার দিক থেকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর পর আর কোনো রাষ্ট্রনায়ক স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে এভাবে উপস্থাপন করতে পারেনি।

ড. সেলিম মাহমুদ বলেন, বিএনপি এদেশে রাজনীতির মাঠ ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে বিদেশি শক্তির উপর নির্ভর করে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। তারা সামান্য স্বার্থের জন্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিতে প্রস্তুত। ‌তারা বিদেশে মিলিয়ন মিলিয়ন ডলার লবিস্টের মাধ্যমে খরচ করেছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। ‌ বিএনপি-জামাত জোট সরকারের সময় তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সেই টাকা দিয়েই তারা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে আশার কথা হচ্ছে শেখ হাসিনার নানা উদ্যোগের কারণে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ‌‌‌‌‌‌‌

কচুয়ায় পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, সাচার ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ গাজী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,‌ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-সম্পাদক কামাল পারভেজ মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাইয়ুম মোল্লা, সাধারণ সম্পাদক সজীব মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।