ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

কৃষক লীগ জেলা সেক্রেটারির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, মে ১২, ২০২৩
কৃষক লীগ জেলা সেক্রেটারির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

পটুয়াখালী: পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার সোহরাব হোসেনের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, অনিয়মসহ অসাংগঠনিক কার্যকলাপের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। পটুয়াখালী পৌর কৃষক লীগের আহ্বায়কসহ বিভিন্ন উপজেলা কৃষক লীগের নেতারা এ সম্মেলন করেন।

 

শুক্রবার (১২ মে) দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।  

সংবাদ সম্মেলনে দাবি করা হয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের চাহিদা মতো অর্থ না দিলেই কমিটি ভেঙে টাকার বিনিময়ে তিনি কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠন করেন।  

সম্মেলনে অন্যদের মধ্যে গলচিপা উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মোকেছেদ হওলাদার, দুমকি উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি এম এ মান্নান খান, দুমকি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রাজনসহ বেশ কয়েকজন কৃষক লীগ নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।