ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ আজ

ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আজ (১৩ মে) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

দুপুর ২টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রেীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে বুধবার (১০ মে) রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
টিএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।