ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

‘জনগণ চাইলে আছি, না চাইলে নাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
‘জনগণ চাইলে আছি, না চাইলে নাই’ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে, বসাবে দেশের জনগণ।

শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই। জনগণ চাইলে আছি, না চাইলে নাই।

মঙ্গলবার (১৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বিদেশি শক্তিকে ভয় পান না মন্তব্য করে কাদের বলেন, এই মানসিকতা যার (শেখ হাসিনা) তিনি বিদেশি বা দেশিয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।

মির্জা ফখরুলের উদ্দেশ্যে কাদের বলেন, তিনি মনে করছেন, পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেই কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন।

চিত্রনায়ক ফারুক সম্পর্কে তিনি বলেন, তার বেশ কয়েকটি চলচ্চিত্র আমার কাছে ভালো লেগেছে। তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার লাইফটা ছিল কালারফুল। একদিকে ভালো নায়ক, অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।