ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

আমি সাজেদা চৌধুরীর সন্তান, এসব আর বরদাস্ত করব না: লাবু চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আমি সাজেদা চৌধুরীর সন্তান, এসব আর বরদাস্ত করব না: লাবু চৌধুরী বক্তব্য দিচ্ছেন শাহদাব আকবর লাবু চৌধুরী

ফরিদপুর: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে।

এই উন্নয়নের একমাত্র দাবিদার আওয়ামী লীগ সরকার।  

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে বিএনপি ও জামায়াতের লোক বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। আমরা সেই সুযোগ তাদের দেব না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সবাইকে নিয়ে তাদের প্রতিহত করব।

আওয়ামী লীগের নেতাকর্মীকে আর কেউ নির্যাতন করার চেষ্টা করবেন না হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, তাদের (আ.লীগ নেতাকর্মী) নামে মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করবেন না। আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান, এসব আর বরদাস্ত করব না। সবাইকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিরোধ করব।

মঙ্গলবার (১৬ মে) বিকেল ৩টার দিকে জেলার সালথা উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহদাব আকবর লাবু চৌধুরী।

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।