ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুর সিটি নির্বাচন:

আজমত উল্লাকে ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হবে: মায়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মে ২০, ২০২৩
আজমত উল্লাকে ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হবে: মায়া

গাজীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজমত উল্লা খানকে ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হবে। লুটপাট হবে না, দুর্নীতি হবে না।

শুক্রবার (১৯ মে) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই। এ নির্বাচনকে ঘিরে দেশী, আন্তর্জাতিক ও  স্থানীয় ষড়যন্ত্র চলছে। নির্বাচন যাতে সুষ্ঠ না হয় তাই এ ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে নৌকার বিজয় আনতে হবে।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলে সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়াদ্দার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু এবং তথ্য ও গবেষণা সম্পাদক সামসুল আলম অনিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।