ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, মে ২২, ২০২৩
খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি: ‘শেখ হাসিনার নির্দেশ মাছে ভাতে ভরবো দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২২ মে) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মেলেন্দু চৌধুরী।  

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু দত্ত সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন ও যুব মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিলকিস আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২২, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।