ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির জনসমাবেশে ‘ক্ষমতাসীনদের’ হামলা, নিপুণ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
বিএনপির জনসমাবেশে ‘ক্ষমতাসীনদের’ হামলা, নিপুণ আহত আহত নিপুণ রায় চৌধুরী -ছবি: সংগৃহীত

ঢাকা: কেরানীগঞ্জের জিনজিনরায় দলীয় জনসমাবেশে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি। শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এই অভিযোগ করেছেন।

ঢাকা জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে হামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ইটপাটকেল মারতে থাকে। এ সময় আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ নেতাকর্মীরা আহত হন। পরে পুলিশের শক্ত অবস্থানের মধ্যে সমাবেশ আবার শুরু হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
টিএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।