ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রদলের মিছিল, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ফেনীতে ছাত্রদলের মিছিল, গ্রেপ্তার ২

ফেনী: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ আসন বিএনপি সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু ও ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মামলা প্রত্যাহার ও শর্তহীন জামিনের দাবিতে মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল। এ সময় দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) বিকেলে মুক্তির মিছিলটি শহরের ট্রাংক রোডে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়।

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদের নেতৃত্বে মুক্তির মিছিলে অংশ নেয় ফেনী জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজন মজুমদার, জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসান রনি, সদস্য মোহাম্মদ আলী সোহেল, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী আসিফ, জেলা ছাত্রদল নেতা শাখওয়াত হোসেন রবিন, পৌর ছাত্রদল নেতা জুনায়েদ রব্বানী রিজন, আতিকুর রহমান প্রমুখ।

মিছিল শেষে মাহির ও রবিন নামে পৌর ছাত্রদলের দুইজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।