ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমলনগরে ৬ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
কমলনগরে ৬ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

লক্ষ্মীপুর: মেয়াদ শেষ হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কর্মী সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

বিলুপ্ত ইউনিয়ন কমিটিগুলো হলো- সাহেবের হাট, চর লরেন্স, চর মার্টিন, চর ফলকন, পাটওয়ারীর হাট ও তোরাবগঞ্জ।  

শনিবার (২৭ মে) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।  

সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী বলেন, উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে মেয়াদোত্তীর্ণ ছয় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে কর্মীসভা ডাকা হয়েছে। সেখানে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ২৮, ২০২৩

এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।