ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খন্দকার মোশতাকের নামের সঙ্গে মিল, এমপিকে নাম বদলাতে অনুরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ২, ২০২৩
খন্দকার মোশতাকের নামের সঙ্গে মিল, এমপিকে নাম বদলাতে অনুরোধ

কুমিল্লা: জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমেদের নামের অংশের সঙ্গে মিল থাকায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবিকে নাম পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। নামটি পরিবর্তন করে মীর মোশতাক আহমেদের পরিবর্তে মীর আহমেদ মোশতাক করার অনুরোধটি করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (২ জুন) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এমন অনুরোধ করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবি।

কে এম খালিদ বলেন, কেন জানি এই নামটার সাথে কুমিল্লার একটি কলঙ্ক জড়িয়ে আছে। আমি জানি আপনি (বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবি) নিষ্পাপ অসাধারণ মানুষ। আমি বারবার বলেছি আপনার নামটি পরিবর্তন করুন।

পরে তিনি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের রক্তচক্ষু উপেক্ষা করে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লায় থেকে গেছেন। বারবার তাকে বের হয়ে যেতে বলা হয়েছে। তিনি বলেছেন, কোন আইনে আছে একজন জনপ্রতিনিধি তার এলাকায় নির্বাচনে আরেকজন জনপ্রতিনিধির পক্ষে দাঁড়াতে পারবেন না? সরকারের সব সুযোগ সুবিধা বাদ দিয়ে যদি তিনি দাঁড়ান কেন তিনি থাকতে পারবেন না? আমারও প্রশ্ন। জনগণ আমাদের নির্বাচিত করেছে। জনগণ আরও যাদের নির্বাচিত করবে তাদের পক্ষে কাজ করতে গেলে কেন আমাদের নিরুৎসাহিত করা হবে? বহু চেষ্টা করা হয়েছে আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা থেকে বের করে নেওয়ার জন্য। বের করলে আমার মনে হয় আরফানুল হক রিফাত বিপদে পড়তে পারতেন।

তিনি আরও বলেন, ভারত বিভক্তির ফলে পাকিস্তান হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। কথা হলো যে, ত্রিপুরা ভাগ হয়েছে। একটি সীমানা ভাগ হয়েছে হৃদয় ভাগ হয়নি। এদেশের পাখি এখনো ত্রিপুরা যায়, ত্রিপুরার পাখি এদেশে আসে। এদেশের বাতাস ত্রিপুরায় যায় ত্রিপুরার বাতাস এদেশে আসে। ত্রিপুরা সংস্কৃতি আসে, এদেশের সংস্কৃতি ত্রিপুরায় যায়। আমরা হৃদয়কে হৃদয়ে বেঁধেছি। বর্ডার আমাদের কী কী ক্ষতি করল? এটি শুধু একটি সীমানা। সীমানা হয়েছে ১৯৪৭ সনে।

খালিদ আরও বলেন, ২৩ বছরের ইতিহাসে কোথায়, কোন জায়গায় জিয়াউর রহমানের নাম আছে? কোথায় পাবো আমরা জিয়াউর রহমানের নাম? যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেদিন জানলাম হত্যাকারী দলের নেতা জিয়াউর রহমান। ক্ষমতায় আসার পর জিয়া-এরশাদ মিলে আমার এই সংস্কৃতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। যে সংস্কৃতিতে আমরা প্রাতঃভ্রমণে বের হলে গানের আওয়াজ শুনতাম, এখন তা আর শুনি না।

সরকারের এক অবসরপ্রাপ্ত সিনিয়র সচিবের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি অবসরে যাওয়ার পর মসজিদে ফতোয়া দিলেন, মঙ্গল শোভাযাত্রায় যাওয়া যাবে না। অবসর যাওয়ার পরপরই বলছেন, মঙ্গল শোভাযাত্রা ইসলামে পারমিট করে না। তুই চাকরি করাকালীন বলতি। দেখতাম তোর সাহসিকতা কেমন। চাকরিটা যাওয়ার পর তিনি জুমার দিনে এক মসজিদে এই ওয়াজ করলেন।

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যাদের ওপর আস্থা রেখেছেন সবাই আপনার ওপর আস্থা রাখেনি। তার প্রমাণ সদ্য অবসরে যাওয়া এই সচিব। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য যে শোভাযাত্রা সেটিই মঙ্গল শোভাযাত্রা। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এলো কীভাবে? স্বাধীনতা যুদ্ধে তো কোনো ভেদাভেদ ছিল না। সকল ধর্ম বর্ণের মানুষ রক্ত দিয়েছে। হিন্দুর রক্ত লাল, মুসলমানের রক্ত কি নীল? বৌদ্ধের রক্ত হলুদ আর খ্রিস্টানের রক্ত কি সবুজ?

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী। বাংলা সংস্কৃতি বলয়ের সাময়িক বিশ্ব কমিটির সদস্য সচিব দীপক চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মাহতাব সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা সংস্কৃতি বলয়ের উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও প্রতিষ্ঠাতা সদস্য সেবক ভট্টাচার্য।

‘সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে’ স্লোগানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্যসমূহকে ধারণ লালন সংরক্ষণ করার মানসে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বাংলা সংস্কৃতি বলয় আত্মপ্রকাশ করে। প্রথম বিশ্ব সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্তর্ভুক্ত বাংলা সংস্কৃতি বলয়ের ১২টি সাংস্কৃতিক অঞ্চলের ১৫০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে ভারত- বাংলাদেশের নবীন ও বিশিষ্ট শিল্পীদের নিয়ে টাউন হল মাঠে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আগামীকাল শনিবার (৩ জুন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।