ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৩ বিএনপি নেতাকে বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ৬, ২০২৩
সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৩ বিএনপি নেতাকে বহিষ্কার

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৩ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল বিএনপি। বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) রাতে দলের দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভীর সই করা এক পত্রের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। নির্বাচনে অংশগ্রহণকারীরা বেঈমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর’ হিসেবে চিহ্নিত থাকবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে একজন মেয়র প্রার্থী এবং ৩৮ জন পুরুষ কাউন্সিলর ও ৪ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সিটি করপোরেশন নির্বাচনেও বর্জন করেছে। নির্বাচনে দলের কোনো নেতাকর্মী যেন প্রার্থী না হন, সেজন্য কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।  

তিনি বলেন, নির্দেশ অমান্য করে কেউ প্রার্থী হলে আজীবনের জন্য বহিষ্কার হবেন, দলের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার পরও অনেকে প্রার্থী হয়েছেন। যে কারণে দলীয় নির্দেশনা অমান্যকারী বিএনপির ৪৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি।  

কাইয়ূম চৌধুরী জানান, প্রার্থী হওয়া নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়। তারা দলের হাইকমান্ডের কাছে সঠিক ব্যাখ্যা দিতে না পারায় শেষ পর্যন্ত সোমবার রাতে কেন্দ্র থেকে চিঠি পাঠিয়ে বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ৪৩ প্রার্থীর প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়ে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

আজীবন বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মেয়র প্রার্থী ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সালাউদ্দিন রিমন।

আরও বহিষ্কৃত হলেন যারা-

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর-  মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদি (১ নম্বর ওয়ার্ড), মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম (৬ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সদস্য নজরুল ইসলাম মুনিম (১৪ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সদস্য এবিএম জিল্লুর রহমান উজ্জল (১৮ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রকিব তুহিন (২১ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ (২৫ নম্বর ওয়ার্ড), জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মোস্তফা কামাল, গউছ উদ্দিন পাখি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন নাদিম, ওয়ার্ড বিএনপির সদস্য মুফতি কমর উদ্দিন কামু (১ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিঠু (৩ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মো. কামাল মিয়া (৫ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সদস্য খালেদ আকবর চৌধুরী (৫ নম্বর ওয়ার্ড), আমিনুর রহমান খোকন (৫ নম্বর ওয়ার্ড), শাহেদ সিরাজ (৫ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান জুবের (১০ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রহিম মতছির (১১ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সদস্য মুজিবুর রহমান (১৫ নম্বর ওয়ার্ড), জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সালমান চৌধুরী শাম্মী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মামুনুর রহমান মামুন (২৩ নম্বর ওয়ার্ড), এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বদরুল আজাদ রানা (২২ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সদস্য হুমায়ুন কবির সুহিন (২৪ নম্বর ওয়ার্ড), ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ রনি (২৬ নম্বর ওয়ার্ড), জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্বাস, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাবেদ আমিন সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া, বরইকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সানর মিয়া, টুলটিকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুকিত, মহানগর ছাত্রদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানবীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দুলাল আহমদ, জেলা বিএনপি নেতা দেলওয়ার হোসেন জয়, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাছিব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক সুমন আহমদ সিকদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা সাহেদ খান স্বপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা ইউনুস মিয়া বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক নেতা নুরুল ইসলাম মাসুম।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যারা বহিষ্কৃত হয়েছেন, তারা হলেন- জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, মহানগর মহিলা দলের সহ-সভাপতি রুহেনা বেগম মুক্তা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সদস্য অ্যাডভোকেট জহুরা জেসমিন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুন নাহার তান্নি (সংরক্ষিত ওয়ার্ড ৬)।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচনে অংশগ্রহণকারীদেরও আজীবন বহিষ্কার করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩

এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।