ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

ফেনী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে বারবার কারা ফটকে গ্রেপ্তারের প্রতিবাদে ও ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা যুবদল।  

শুক্রবার (০৯ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম সভাপতিত্ব করেন।

যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি বেলাল হোসেন (ভিপি বেলাল), গিয়াস খন্দকার, সিনিয়র সদস্য সদস্য আতিকুর রহমান মামুন, সহ-সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম সোহাগ, দপ্তর সম্পাদক আল ইমরান ও জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন আরিফ।

এছাড়া আরও বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দীন, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দীন সোহাগ, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশীদ আলম ভুইয়া, সদস্য সচিব ইমাম হোসেন প্রবির, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুর ইসলাম রাহাত, ইস্রাফিল মাসুদ, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন, দাগনভুইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন ও ফেনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল।

বিক্ষোভে ফেনী জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে মিথ্যে মামলায় বারবার গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত মুক্তির দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৩ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।