ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থার দাবি সিপিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থার দাবি সিপিবির

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখা। শুক্রবার (১৬ জুন ) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুব ইউনিয়ন পল্টন থানার সভাপতি রফিজুল ইসলাম রফিক প্রমুখ।

সমাবেশে কমিউনিস্ট পার্টির নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে অনতিবিলম্বে প্রতিটি ওয়ার্ডে ক্রাস প্রোগ্রাম চালাতে হবে। এই প্রোগ্রামে প্রতিটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালাতে হবে। ডেঙ্গুর লাভা নির্মূলের  জন্য প্রতিদিন সকালে স্প্রে করতে হবে বিশেষত ড্রেন, নর্দম ডোবা ও নালা যেখানে মশার লাভা জন্ম নেয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি এলাকায় প্রতিদিন ফগিং করতে হবে। কাজটি ঠিকমত হচ্ছে কিনা তা তদারকীর ব্যবস্থা করতে হবে।

এছাড়া নেতৃবৃন্দ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের ৯৫ ভাগ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে উল্লেখ করে এ অবস্থা থেকে পরিত্রাণে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিভবনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।