ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আমার চাচা মেয়র মানেই আমি মেয়র: সাদিক আব্দুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
আমার চাচা মেয়র মানেই আমি মেয়র: সাদিক আব্দুল্লাহ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমাকে মেয়র থাকতে হবে এমন কোনো কথা নেই, আমি নগরবাসীর সঙ্গে ছিলাম, থাকবো। আমার চাচা মেয়র মানেই আমি মেয়র, যা ভোটে প্রমাণিত হয়েছে।

 

শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও শহীদ আব্দুর রব সের‌নিয়াবা‌তের প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১২৬ কেন্দ্রের মধ্যে ১২৫টিতে জয়লাভ করেছে আমার চাচা। বিভাজন করার কোনো সুযোগ নেই।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তিনি সাদিক আবদুল্লাহর চাচা।

তিনি আরও বলেন, আমি মনে করি, এটা বরিশাল মহানগর আওয়ামী লীগের জয়লাভ, জননেত্রী শেখ হাসিনার জয়লাভ, এটা খোকন সেরনিয়াবাতের জয়লাভ। শান্তির বরিশাল নগরীকে আমাদের সাধ্য অনুযায়ী শান্তিতে রাখার চেষ্টা করবো।

মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, কিছু লোকজন ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যারা সুবিধার জন্য আসে দলে, সুবিধা নেয়, সুবিধা নিয়ে চলে যায়। আজ দল ক্ষমতায় না থাকলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। যারা দখলবাজ তারা সব সময় ছি‌লো, তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনই বিভক্ত হয় না, সবসময় একতাবদ্ধ। এ কারণে আওয়ামী লীগ শক্তিশালী। বঙ্গবন্ধুর গড়া আ.লীগ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে। এই অগ্রযাত্রায় শামিল হতে সবার প্রতি আহ্বান জানাই।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শুক্রবার (২৩ জুন) বিকেল ৫টায় নগরের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এদিকে, আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে ৩০টি ওয়ার্ডের নবনির্বাচিত অধিকাংশ কাউন্সিলরসহ বরিশালের নেতৃবৃন্দরা। পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুন: ৮১ দিন পর ফিরে নেতাকর্মীদের যা বললেন মেয়র সাদিক

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।