ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির লিয়াজোঁ কমিটি-১২ দলীয় জোট বৈঠক শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
বিএনপির লিয়াজোঁ কমিটি-১২ দলীয় জোট বৈঠক শুরু বিএনপির লিয়াজোঁ কমিটি-১২ দলীয় জোট বৈঠক

ঢাকা: ১০ দফা দাবি আদায়ের লক্ষে ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি লিয়াঁজো কমিটি ও ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।