ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির পদযাত্রায় নেই শীর্ষ নেতারা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
বিএনপির পদযাত্রায় নেই শীর্ষ নেতারা!

ঢাকা: যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফার যৌথ ঘোষণার অংশ হিসেবে পদযাত্রা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে গাবতলি থেকে বিএনপির এ পদযাত্রা শুরু হয়।

টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্বর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, আগারগাঁওয়ের তালতলা, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়েসাহেব বাজার মোড়ে গিয়ে ১৬ কিলোমিটারের এ পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।

বেলা শুরু হওয়া পদযাত্রাটি বিকেল তিনটার দিকে বিজয় সরণি, ফার্মগেট এলাকা পার করে। নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিলেও এ সময় দলের জ্যেষ্ঠ কোনো নেতা ছিলেন না।

বড় নেতা না থাকলেও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাদের নেতৃত্বে কর্মী-সমর্থকরা পায়ে হেঁটে সমবেত হচ্ছেন বিভিন্ন স্পটে। এতে পদযাত্রার বহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

বিএনপিসহ জোটের অন্য দলগুলোর কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা কেন পদযাত্রায় নেই, এ ব্যাপারে কারও মন্তব্য পাওয়া যায়নি।

যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফার যৌথ ঘোষণার অংশ হিসেবে পদযাত্রা শুরু করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সকালে এ কর্মসূচি শুরুর প্রাক্কালে আরও ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। এ সময়েরও বিএনপির অন্যান্য স্থায়ী সদস্যদের দেখা যায়নি।

পদযাত্রায় অংশ নেওয়া বিএনপির বিভিন্ন কমিটির নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা রয়েছে। তা ছাড়া সরকার পদত্যাগের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল তাদের হাতে। লাল, সবুজ, হলুদ, বেগুনিসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে কর্মী-সমর্থকরা এতে অংশ নেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঢাকাবাসীকে আন্দোলনের দাবিগুলো জানান দিচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এইচএমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।