ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ. লীগের চেয়ে হিরো আলমের জনপ্রিয়তা বেশি: শাহজাহান ওমর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আ. লীগের চেয়ে হিরো আলমের জনপ্রিয়তা বেশি: শাহজাহান ওমর

সিলেট: আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম. শাহজাহান ওমর (বীর উত্তম)।

তিনি বলেন, ঢাকা ১৭ আসনে বিরোধীদল বিহীন নির্বাচনে ইউটিউবার হিরো আলমের সাথেও নির্বাচনে হেরে যাচ্ছে দেখে ভোট চলাকালীন তার ওপর নগ্ন হামলা হয়েছে।

তারা বিএনপি তো বটেই হিরো আলমের জনপ্রিয়তাকেও ভয় পায়। এখন আওয়ামী লীগের থেকে হিরো আলমের জনপ্রিয়তা বেশি। প্রহসনের এ নির্বাচনে প্রমাণিত হয়েছে কোনোদিনও আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন সারা বিশ্বের সব গণতন্ত্রকামী রাষ্ট্রও বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের মজলুম জনতার বিজয় সুনিশ্চিত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এক দফা দাবীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি শেষ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

ওমর আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতাসহ সব মৌলিক অধিকার হরণ করেছে। দেশের সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে দিননিপাত করছে। বিএনপি দীর্ঘ ১৪ বছর গণতন্ত্র ফিরে পেতে রাজপথে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনে দেশের সাধারণ মানুষ অংশ নিচ্ছে। কিন্তু সরকার জনগণের মুখের ভাষা বুঝতে পারছে না।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া ছাড়া দেশকে সংকটমুক্ত করা সম্ভব নয়। তাই এখন আর মৌলিক দাবী দাওয়া নিয়ে আন্দোলন নয়, এখন দাবী আমাদের একটাই। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই দাবী আদায় না হওয়া পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়বে না। অচিরেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের ন্যায্য দাবী দাওয়া মানবে না। আওয়ামী লীগ এখন হিরো আলমকেও ভয় পায়। তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। এজন্য আমরা দেশবাসীকে সাথে করে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এখন রাস্তায় নেমেছি। দাবী আদায় করেই ঘরে ফিরব।

পদযাত্রা কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিছবাহ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।