ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দী-পল্টনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জুলাই ২৬, ২০২৩
সোহরাওয়ার্দী-পল্টনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠ পরিদর্শনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

এদিকে কোথায় দলটির মহাসমাবেশ হবে সে বিকেল সাড়ে ৪টার সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ঘোষণা দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়েরুল কবির খান।

এর আগে বিএনপির পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে মহাসমাবেশের অনুমতির চেয়ে আবেদন করা হয়।

গত শনিবার (২২ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।