ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সবকিছু বিবেচনা করে শুক্রবার বেলা ২টায় বিএনপির মহাসমাবেশ এ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হবে। এজন্য যে প্রক্রিয়া, সেটা আমরা অবলম্বন করেছি। পুলিশকে অবহিত করা হয়েছে।

এসময় সমাবেশকে ঘিরে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, গ্রেপ্তারের সংখ্যা পাঁচশ’র অধিক। গতকাল থেকে শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এখানে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে। কেন আমাদের নেতাদের পা ভেঙে দেওয়া হচ্ছে? আবারও বলছি, এটা শান্তিপূর্ণ মহাসমাবেশ। এখানে যে দমনের প্রক্রিয়া নিয়েছেন, এটা থেকে সরে যান। আর প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আগামীকাল আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের দায়িত্ব পালন করবেন।

বিএনপির এ নেতা আরও বলেন, প্রশাসন থেকে অনেক কথা বলা হয়েছে, সময় নিয়েছে এবং মিটিংও করেছে। পরে বলেছেন, আজ তো বৃহস্পতিবার (কর্ম দিবস)। আমরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি কর্ম দিবসে দেখেছি। আর বিএনপির কোনো কর্মসূচি হলে সেখানে নানা শর্ত দেওয়া হয়!

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।