ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

অনুমতি নিয়ে কখনো সরকারের পতন হয় না: মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
অনুমতি নিয়ে কখনো সরকারের পতন হয় না: মির্জা আব্বাস মহাসমাবেশ বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনুমতি নিয়ে কখনো সরকারের পতন হয় না। আমরা আর কোনো অনুমতি নেব না।

আজকের এই জনসমুদ্র রায় দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করে সরকারের পতন ঘটাব। জনগণের দাবি একটাই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে নিজের বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ঢাকা ১৭ আসনের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেয়েছে আওয়ামী লীগ। তার মানে বাকি ৯৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না। আমরা যে আন্দোলন শুরু করেছি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামানো যাবে না।

আ.লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, উল্টাপাল্টা কথা না বলে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন; আপনারা ক্ষমা পাইলেও পাইতে পারেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
টিএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।