ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গ্রেপ্তার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৪২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় এখন পর্যন্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন—নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান (৪৭), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন (৪০), নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক (৪৫), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান (৪২), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইউসুফ আলী (৬০), গজারিয়া থানা ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম বাবু (৩৫), মুন্সিগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম (৩৪)।

এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানকে প্রধান আসামি করে এবং আরও ২২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ জনকে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৭ আসামিকে গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।