ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিকেলে গাবতলীতে মহানগর উত্তর আ. লীগের বিক্ষোভ সমাবেশ

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
বিকেলে গাবতলীতে মহানগর উত্তর আ. লীগের বিক্ষোভ সমাবেশ

ঢাকা: রাজধানীর গাবতলীতে আজ (১ আগস্ট) বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৪টায় গাবতলী বাস টার্মিনালের কাছে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন প্রতিদিনই আমাদের কর্মসূচি থাকবে, আজও আছে।

এর আগে গতকাল (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এসকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।