ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

ঢাকা: আগামী শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফরুক।

তিনি জানান, জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

গত মঙ্গলবার (১ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

এর আগে গত মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সেজন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। পরে ডিএমপির অনুমতি না পাওয়ায় নতুন করে আগামী শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।