ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পাল্টা আঘাত করব না, আল্লাহ দেখবেন: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
পাল্টা আঘাত করব না, আল্লাহ দেখবেন: শামীম ওসমান ফাইল ছবি

নারায়ণগঞ্জ : বিএনপি-জামায়াত ফের জ্বালাও-পোড়াওয়ের পথে যাচ্ছে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, তারা (বিএনপি) আবারও যে পথে যাচ্ছে। জ্বালাও পোড়াও যদি আবারও হয়. আমাদের ওপর আঘাত হলে আমরা পাল্টা আঘাত করব না।

আল্লাহ দেখবেন। আমরা জনগণের কাছে বিচার দেব।  

শুক্রবার (৪ জুলাই) নারায়ণগঞ্জে মাসদাইর কবরস্থানে বাবা-মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, বিএনপি জামায়াত যে জ্বালাও পোড়াও করছে তাতে আমি অবাক হয়ে গেছি। মহরমের দিনে তারা যে কর্মসূচি দিয়েছে। এই মহরমের মাসেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন। অসীম পবিত্র একটি দিন। এই দিনে বিএনপি যে জ্বালাও পোড়াও করেছে এটার বিচার আল্লাহই করবে।

তিনি বলেন, জ্বালাও পোড়াও শয়তানের কাজ। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে এসকল কাজ করে। আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা কাজে দেবে না।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।