ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিকেলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
বিকেলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

ঢাকা: আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে দলটির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীমের খুনিদের গ্রেপ্তার ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৫ আগস্ট) বিকাল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে দলটির এ সমাবেশ শুরু হবে।

এর আগে গত ২৮ জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে হওয়া হামলায় নিহত হন মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীম।

বিকেলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। জাতীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।