ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

এশিয়ান হাইওয়েতে রূপগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
এশিয়ান হাইওয়েতে রূপগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল।

শনিবার (৫ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক বাণিজ্যমেলার সামনে এশিয়ান হাইওয়ে মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মো. মাসুমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।

আমিরুল ইসলাম ইমন বলেন, বর্তমান সরকার দেশের মানুষ থেকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। দেশের মানুষ আর তাদের চায় না। তাদের একমাত্র শক্তি প্রশাসন ও সন্ত্রাসের মাধ্যমে ভীতি সৃষ্টি করে অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে তারা। এ দিবাস্বপ্ন আর বাস্তবায়ন হবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।