ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জাতির পিতার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নে পাশে থেকেছেন বঙ্গমাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
জাতির পিতার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নে পাশে থেকেছেন বঙ্গমাতা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১আগস্ট) সকালে জেলা শহরের মহাজন পাড়াস্থ ফ্রেন্ডস ক্লাবের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

এ উপলক্ষে মত বিনিময় সভায় বাসন্তী চাকমা বলেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব বাংলার মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধে সময় তো বটেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন তিনি।

 সে কারণেই জাতির মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করে,সেই স্বপ্নের স্বাধীনতার বীজের স্বাদও এনে দিয়েছেন বঙ্গবন্ধু । তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছনে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন বেগম মুজিব।  

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. সালাউদ্দিন,শালবাগান মডেল মসজিদের আবুল বাশারসহ মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১২৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।